ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের সঙ্গে ঝগড়ার পর ছেলের ‘আত্মহত্যা’

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মায়ের সঙ্গে ঝগড়ার পর ছেলের ‘আত্মহত্যা’

রাজবাড়ী: রাজবাড়ীতে মায়ের সঙ্গে ঝগড়া করে বিষপানে রাব্বী ফকির জিদ্দি (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাব্বী ফকির ওই গ্রামের হারুন ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে জিদ্দির মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। সন্ধ্যায় তিনি বাড়ির পাশে মাঠের মধ্যে গিয়ে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।