ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় একটি দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় ইসরাত জাহান ইভা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগী মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইসরাত জাহান ইভা শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের আবু হানিফের মেয়ে। শিশুটি স্থানীয় একটি হিফজুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশু শিক্ষার্থী ইসরাত জাহান ইভা মাদরাসা ছুটির পর মহাসড়কের একপাশ থেকে অপর পাশে গিয়ে বাড়ি ফিরছিলেন। এসময়ে মোড়েলগঞ্জগামী দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ধাওয়া করলে, চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়।

ওসি আরও জানান, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।