ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাঠ্যক্রম বাতিলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
পাঠ্যক্রম বাতিলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

নেত্রকোনা: শিক্ষাক্রম ২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে নিয়োজিতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর থানা শাখা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তারা বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির জোর দাবি জানান।

এ সময় সেখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শাকির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আলী উসমান, দুর্গাপুর থানা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।