ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাস্তার পাশে খাদে মিলল প্রাইভেটকার, মালিক কে?

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
রাস্তার পাশে খাদে মিলল প্রাইভেটকার, মালিক কে?

ফরিদপুর: ফরিদপুরে একটি রাস্তার পাশে খাদে স্বাভাবিক অবস্থায় পড়ে থাকা একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।  

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চুঙ্গীর মোড় এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

 

এর আগে সকাল ১০টার দিকে রাস্তার পাশে খাদে গাড়িটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চুঙ্গীর মোড় এলাকায় রাস্তার পাশে ড্রাইভার ও মালিক বিহীন একটি সাদা রঙের প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা গাড়িতে এবং আশপাশে গাড়ির চালক বা মালিক কাউকে না দেখে থানা পুলিশে ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দুলাল চন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এ সময় গাড়ির চালক বা মালিক কাউকেই পাওয়া যায়নি। তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।