ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে খুলনা জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

তার পকেটে থাকা আইডি কার্ড এ মনিরুল ইসলাম লেখা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, কোটচাঁদপুর সরকারি কলেজের পেছনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। এমন খবরে খুলনা জিআরপি পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার আব্দুল মজিদ জানান, রাতের কোনো এক সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে খুলনা জি আর পি পুলিশ এসে তার মরাদের উদ্ধার করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।