ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ২ প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন।  

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার খোদাদপুর চার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার খোদাদপুর চার মাথা এলাকার হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মীম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৫)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ শতাংশ জমি নিয়ে ওই এলাকার ওমর আলীর সঙ্গে রাকিব ও মীমের পরিবারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বুধবার (২৫ জানুয়ারি) সকালে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মিম ও রাকিবের পরিবারের ওপর হামলা করে ওমর আলী ও তার লোকজন। এতে ঘটনাস্থলেই নিহত হন মীম। এসময় গুরুতর আহত হন রাকিব। এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।