ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বর্ণিল আয়োজনে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ (২০২৩) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন সংলগ্ন পুনাক ভবনে পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 
 
পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (এআইজিপি) সাহাবুুদ্দিন খান বিপিএম।

এ সময় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অন্যান্য নেতারা।

এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমিউনিটি পুলিশের সদস্যসহ পৌরসভা উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা।

প্রধান অতিথি শাহাবুদ্দিন খান বিপিএম বলেন, দেশব্যাপী পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে গঠিত হয়েছে বিট পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম। সরসারি জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পুলিশিং সেবাকে আরও মানসম্মত ও স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।