ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহিপুরে ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
মহিপুরে ট্রলারসহ ৫০ মণ জাটকা জব্দ জব্দ করা জাটকা

পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুরে ৫০ মণ জাটকা ইলিশসহ একটি ট্রলার জব্দ করেছে নিজামপুর কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পরে জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

নিজামপুর কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে সমুদ্রে টহল চালায় কোস্ট গার্ড। এ সময় জাটকা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। ট্রলারের চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, যারা মৎস্য আইন বহির্ভূত কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আটকদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।