ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন রাবেয়ার অনাহারি পরিবারের পাশে ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন রাবেয়ার অনাহারি পরিবারের পাশে ইউএনও

কুষ্টিয়া: বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল (শীতকালীন) প্রতিযোগিতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মেয়ে মোছা. রাবেয়া খাতুন (১৪)। তাঁর স্বপ্ন বড় হয়ে ব্যাডমিন্টন খেলোয়াড় হবে।


 
রোববার (২২ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া শেখ কামাল আধুনিক স্টেডিয়ামের ইনডোর কক্ষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
 
খেলায় সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাবেয়া। কিন্তু রাবেয়া খেলায় চ্যাম্পিয়ন হলেও তাঁর ভ্যানচালক বাবা জীবন যুদ্ধে পরাজিত। শারীরিক অসুস্থতার কারণে সপ্তাহখানেক হলো তার (বাবা) কর্মক্ষম। গচ্ছিত খাবার ও জমানো টাকা ফুরিয়ে গেছে। রাতে বাড়িতে খাবার নেই। চুলা জ্বলেনি। সন্ধ্যায় এমন খবর পৌঁছালো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কানে। খবর পেয়ে দ্রুত তিনি রাবেয়াকে ডেকে নিয়ে পৌরবাজার থেকে চাল, ডাল, তেল, আলু, মরিচ, বেগুন, শাক-সবজি, মুরগির মাংস, মিষ্টি নিয়ে ছুটে যান তাঁর বাড়িতে।

রাবেয়া কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যান চালক মো. মামুন হোসেনের মেয়ে ও তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সে। দারিদ্র্যকে পেছনে ফেলে রাবেয়া শীতকালীন জাতীয় শিশু পুরস্কার-২০২২ এ আন্তঃ স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। আগামী ২৭ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলতে যাবে রাবেয়া।

জানা গেছে, ছোটবেলা থেকেই রাবেয়া ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতোমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ৫০ তম আন্তঃ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করেছিলে। ঢাকা জাতীয় শিশু পুরস্কার-২০২২ এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাকা বিভাগের কাছে হেরে দেশের দ্বিতীয় খেলোয়াড় হয়েছে।
 
এবার বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল ( শীতকালীন) প্রতিযোগিতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে। আগামী ২৭ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলতে যাবে।

এ বিষয়ে রাবেয়া খাতুন বলে, বিকেএসপিতে ভর্তি হয়ে দেশসেরা খেলোয়াড় হতে চাই। কিন্তু বাবার সেই রকম সামর্থ্য নেই। আমি ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের প্রায় ২৭টি খেলায় পুরস্কার ও সনদ পেয়েছি। রাখার জায়গা নেই, সেগুলো ভাঙা ঘরের বেড়ায় রেখে দিয়েছি। সুযোগ ও সহযোগিতা পেলে আমিও একদিন হতে পারি সেরাদের সেরা।

ভ্যানচালক বাবা মামুন হোসেন বলেন, অন্যের ভ্যান ভাড়া নিয়ে চালাই। মা, বাবা, স্ত্রী, তিন সন্তানসহ সাতজনের সংসার তাঁর। সপ্তাহখানেক শারীরিক অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হয়ে আছে। জমানো টাকা ও খাবার শেষ হয়ে গেছে। রোববার সকালে ইউএনও স্যার চাল, ডাল, তেল, শাক-সবজিসহ মেলা খাবার দিয়েছেন। এতে খুব খুশি হয়েছি।

তিনি আরও বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই বিভিন্ন খেলায় পারদর্শী। খেলোয়াড় হতে চায়। মেলাবের সেরা প্লেয়ার (খেলোয়াড়) হয়েছে। কিছুদিন আগে ইউএনও স্যার ও মেয়র সাহেবের সহযোগিতায় ঢাকা শিশু একাডেমিতে দ্বিতীয় হয়েছে। আজও প্রথম হয়েছে মেয়ে। সবার সহযোগিতা পেলে মেয়েকে ভালো খেলোয়াড় বানাতে চান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমান কুমার মণ্ডল বলেন, রাবেয়া অভাবকে জয় করে খেলাধুলায় এগিয়ে চলেছে। এর আগে তাকে মানসম্মত খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে আজ আবার জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। একটি মাধ্যমে রাতের খাবার নাই জানতে পেরে দ্রুত খাদ্যসামগ্রী নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেরাদের সেরা হওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে রাবেয়াকে নিয়ে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।