ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রংমিস্ত্রির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল রংমিস্ত্রির প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রানা (২২) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রানা শহরের মধুপুর গ্রামের মোহাম্মদ বাহার মিয়া ছেলে। চলতি মাসে তিনি বিয়ে করেন।  

স্থানীয়রা জানায়, সকালে খেজুরতলা এলাকার সৌদি প্রবাসী শাহেদ আলমের বাড়িতে রং করার কাজে যান রানা। বাড়িতে ঢোকার পর দ্বিতীয় তলার বারান্দার লোহার দরজা খুলতে গিয়ে তিনি ঝোলানো বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

রায়পুর পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।