ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
রাজবাড়ীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে ট্রাকচাপায় সানজিদা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার দায়ে চালক নাইম মিয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের বাবুর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার এ এলাকার বাবু মিয়ার মেয়ে।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) পল্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ঘটনাস্থলে শিশুটি রাস্তা পাড় হচ্ছিল। এ সময় ঘাতক ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার নাইম মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।