ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বাজারে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
নীলফামারীতে বাজারে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

নীলফামারী: নীলফামারী থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে গোরগ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অজ্ঞাত্র ওই যুবক বেশ কিছুদিন ধরে খানসামাসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রতিদিন স্থান পরিবর্তন করে ১০ থেকে ৩০ গজ বা ১ কিলোমিটার দূরে গিয়ে বসে থাকতেন। তাকে স্থানীয়রা কখনও খাবার খেতেও দেখেননি এবং কেউ তার নাম পরিচয়ও জানেন না। তিনি চুপচাপ এলাকায় ঘুরাঘুরি করতেন।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি বিভিন্ন সময় ওই এলাকায় ঘুরে বেড়াতেন বলে স্থানীয়দের কাছে জানা গেছে। তবে কেউ তার নাম পরিচয় জানেন না। পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।