ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় বিষপানে সৌদিপ্রবাসীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ডিমলায় বিষপানে সৌদিপ্রবাসীর আত্মহত্যা প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডিমলায় বিষপানে রশিদুল ইসলাম (৩৫) নামে এক সৌদিপ্রবাসী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।  

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে বিকেলে উপজেলার শুটিবারি এলাকায় মামা আবদুল গফুরের বাড়িতে বিষপান করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। রশিদুল উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘড়ি গ্রামের হাসমত আলীর ছেলে।  

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাউতারা এলাকার আনিসুর ইসলামের মেয়ে রানী আক্তারকে ১৬ বছর আগে বিয়ে করেন রশিদুল। তাদের সংসারে এক ছেলে (১৩) ও এক মেয়ে (৮) আছে। ৬ বছর আগে রশিদুল সৌদি আরব চলে যান। স্ত্রী থাকেন বাবার বাড়িতে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।  

ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।