ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ক্রিকেট খেলা নিয়ে হামলার ঘটনায় ৩০ স্কুলছাত্রের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
ক্রিকেট খেলা নিয়ে হামলার ঘটনায় ৩০ স্কুলছাত্রের নামে মামলা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে শীতকালীন ক্রিকেট খেলা নিয়ে হামলার ঘটনায় ৩০ স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভ্রত রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (১৬ জানুয়ারি) উপজেলা সদরের শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত শীতকালীন ক্রিকেট খেলার সেমিফাইনালে উপজেলা সদরের সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। পরে বরইবুনিয়া দল ফাইনালে বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয় দলের সঙ্গে জিতে যায়। খেলা শেষে বরইবুনিয়া দল বাড়ি ফেরার পথে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন বাসস্ট্যান্ডে আগে থেকে ওৎ পেতে থাকা বালক বিদ্যালয়ের কিছু ছাত্র হামলা চালিয়ে আট ছাত্রকে গুরুতর আহত করে।

হামলায় আহতরা হলো- উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. মিজানুর রহমান অনিক, মুন্সী মাহিম, রিফাত হোসেন, রাকিব হোসেন, সাজিদ মাহমুদ, তানভীর হোসেন, মানিক মুন্সী এবং রাসেল শেখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার অসিত কুমার মিস্ত্রী বলেন, আহতদের শরীরের কোনো রক্তঝরা আঘাত না থাকলেও তাদের অবস্থা গুরুতর হওয়ায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

হামলায় আহত রিফাত হোসেন জানান, ওই দিন উপজেলা সদরের শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত শীতকালীন ক্রিকেট খেলার সেমি ফাইনালে উপজেলা সদরের সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয়। এসময় সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পরাজয় নিশ্চিত ভেবে মাঠে বসে বিভিন্নভাবে হুমকি দেয়। সেমি ফাইনালে তাদের সঙ্গে ও পরে ফাইনালে বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে বরইবুনিয়া জয়ী হয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে সরকারি বালক বিদ্যালয়ের কিছু ছাত্র তাদের সঙ্গে থাকা ক্রিকেট স্ট্যাম্প ও ব্যাট দিয়ে ও বেদম মারধর করে।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল জানান, আহতদের মধ্যে পাঁচজন উন্নত চিকিৎসার জন্য খুলনা রয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হামলার ঘটনায় ১৫ জনকে নামীয় এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।