ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরই পাড়তে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
বরই পাড়তে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

খুলনা: খুলনায় গাছ থেকে বরই পাড়তে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে বেবি বেগম ( ৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে মহানগরীর খান জাহান আলী থানার গিলাতলা ৫নং ওয়ার্ডের গোলাম নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেবি বেগম গোলাম নগর এলাকার ডাক্তার মো. রশিদের ভাড়াটিয়া শাহিন মোড়লের স্ত্রী।

বাড়িওয়ালার ছেলে এহসানুল কবির বাদশা বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে, বরই পাড়তে গিয়ে অসাবধানতাবশত বেবি বেগম ছাদ থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমআরএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।