ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে হাবিব হত্যার বিচার চেয়ে রাস্তায় শত শত মানুষ

গোপালগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
গোপালগঞ্জে হাবিব হত্যার বিচার চেয়ে রাস্তায় শত শত মানুষ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার রোডে প্রতিপক্ষের হামলায় নিহত হাবিব মোল্লার হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
 
বুধবার (১৮ জানুয়ারি) দুপু‌রে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী শত শত এলাকাবাসী এ কর্মসূচি পালন করে হাবিব মোল্লা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এসময় তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আন্দোলন করে।

গত ৩০ ডিসেম্বর হাবিবকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে গিয়ে একদল লোক পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে।

সংকটজনক অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ” বেড জেনারেল হাসপাতালে ও পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ১ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গোপালগঞ্জ থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় গোপালগঞ্জ থানায় একটি মামলা  হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।