ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মদের বোতল নিয়ে টিকটক, ইয়াবাসহ গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
মদের বোতল নিয়ে টিকটক, ইয়াবাসহ গ্রেফতার 

পটুয়াখালী: মদের বোতল নিয়ে নানান অঙ্গভঙ্গি ও মদ খেয়ে গানে গানে টিকটিক করে ভাইরাল হওয়া আমান উল্লাহ আমান (২৮) ওরফে টিকটক আমানকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পটুয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে এসব তথ্য উপস্থাপন করে পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে এদিন (১৭ জানুয়ারি) আদালতে সোপর্দ করলে আসামি আমানকে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতার আমান উল্লাহ পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের আ. ছালাম মৃধার ছেলে।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ১১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ (১৭ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

গ্রেফতার আমান উল্লাহ আমান তার টিকটক অ্যাকাউন্টে বিদেশি মদের বোতল নিয়ে এবং মদ পান করে বেশ কয়েকটি ভিডিও আপলোড করে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।