ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ভালো কাজের স্বীকৃতি পেলেন রাজশাহী পুলিশের ১৩ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাজশাহী পুলিশের ১৩ কর্মকর্তা

রাজশাহী: ভালো কাজের জন্য স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপির) ১৩ জন কর্মকর্তা।

রোবাবার (১৫ জানুয়ারি) আরএমপি সদরদপ্তরে তাদের সম্মাননা জানানো হয়।

আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান তাদের হাতে সম্মাননা পদক, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এর আগে আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা হয়।

আরএমপির সম্মাননা প্রাপ্ত কর্মকর্তারা হলেন- শাহ মখদুম জোনের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড মিডিয়া) রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস) উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সোহেল রানা, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন, চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক মইনুল বাশার, মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রফিক, সিটিএসবি পুলিশ পরিদর্শক মীর মো. আবু বকর সিদ্দিক, সার্জেন্ট (ট্রাফিক বিভাগ) এম এস মাহমুদ আলী, বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কিংকর লাল মন্ডল, পবা থানার এসআই মোহা. সাহাবুল ইসলাম ও বোয়ালিয়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আখেরুল ইসলাম।

এর আগে সেখানে মাসিক অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা  হয়।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসএস/জেএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।