ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে খাগড়াছড়ি জেলায় সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অবরোধের ডাক দেয়।

অবরোধের কারণে দুপুর ১২টা পর্যন্ত দুর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। উপজেলার আন্তঃসড়কেও গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো পুলিশি নিরাপত্তায় খাগড়াছড়িতে এসে পৌঁছে। শহর, শহরতলীতে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

জেলা সদরের উপজেলা পরিষদ এলাকাসহ কয়েকটি স্থানে পিকেটিং করেছে অবরোধ সমর্থকেরা। তারা সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ তৈরি করে। তবে, জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রসঙ্গত, আগামী ১৬ থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যরা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।