ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ৭৫০ কেজি চোরাই রাবারসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
চুনারুঘাটে ৭৫০ কেজি চোরাই রাবারসহ আটক ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৭৫০ কেজি চোরাই রাবারসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে বন আদালতে মামলা দায়েরের পর তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনগত রাত ৯টায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি রেল গেট এলাকায় রাবার পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানসহ তাদের আটক করে। পরে তাদের শায়েস্তাগঞ্জ বন বিভাগে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের ছিদ্দেক মিয়ার ছেলে আল আমিন (৩০), একই উপজেলার হরিতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে হারুন মিয়া (৪২) ও কুমেদপুর গ্রামের আব্দুন নূরের ছেলে জুয়েল মিয়া (৩৫)।

বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রাং জানান, ৭৫০ কেজি চোরাই রাবারসহ তিনজনকে আটক করা হয়। মামলা দায়েরের পর বন আদালতে সোপর্দ করলে বিচারক তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।