ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবীর মারামারি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
আইনজীবীর মারামারি মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সাভার (ঢাকা): সাভারে আইনজীবীর করা মারামারির মামলায় পরোয়ানাভুক্ত আসামি ইউপি সদস্য হালিম মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হালিম মৃধা ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান।

এসআই মো. হাসান বলেন, ২০২১ সালে একটি মারামারির ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন ব্যারিস্টার জাহিদুল হক চৌধুরী। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ইউপি সদস্য হালিম মৃধা। সেই মামলায় তিনি পলাতক ছিলেন। আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১০ জানুয়ারি) তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসএফ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।