ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
নারায়ণগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে মেডিপ্লাস মেসিকেল সার্ভিস নামক ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদফতর, নারায়ণগঞ্জ।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) শহরের চাষাঢ়া এলাকায় ভোক্তা অধিকারের মনিটরিংয়ের সময় এই জরিমানা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ১ বছর থেকে দেড় বছর আগের রিএজেন্ট পাওয়া গেছে তাদের রেফ্রিজারেটরে। এগুলোতে টেস্ট করলে সব রিপোর্ট ভুল আসবে। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার অপরাধে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ক্যাব, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।