ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
পানছড়িতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মো. বায়েজিদ মিয়া ওরফে সাদ্দাম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার কিশোরী সাদ্দামের আপন শালি বলে জানা গেছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত যুবককে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে পানছড়ির মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গত কয়েক মাস ধরে ভিকটিম পানছড়ি বোনের শ্বশুড়বাড়িতে বেড়াতে গেলে অগোচরে তার দুলাভাই ফুসলিয়ে তাক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। ঘটনাটি উভয় পক্ষের পরিবারে জানাজানি হলে, ভিকটিমের পরিবার পানছড়ি থানায় মামলা দায়ের করেন।

পানছড়ি থানার ওসি আনচারুল করিম জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসাসিকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।