ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ রং দিয়ে কেক তৈরি করায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
মেয়াদোত্তীর্ণ রং দিয়ে কেক তৈরি করায় জরিমানা

বরিশাল: অস্বাস্থ্যকর প‌রি‌বেশ ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করে কেক তৈরি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ জানুয়ারি) দুপু‌রে ব‌রিশাল জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট লা‌কি দা‌সের নেতৃ‌ত্বে নগরের বিএম ক‌লেজ রো‌ডের থ্রি এস পে‌স্টি শ‌পে অভিযান প‌রিচালনা করা হয়।

নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট লা‌কি দাস জানান, নগরে ব‌রিশাল জেলা প্রশা‌সকের নি‌র্দেশে এ অভিযান প‌রিচালনা করা হয়। অভিযানে থ্রি এস পে‌স্ট্রি শপ‌ বিএসটিআই- এর লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার ও অস্বাস্থ্যকর প‌রি‌বেশে পণ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রং ধ্বংস করা হয়েছে।

জনস্বার্থ রক্ষায় নগরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লা‌কি দাস।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়া‌রি ০৮, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।