ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের পাশে জাপান আছে, থাকবে: জাইকা প্রধান

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
বাংলাদেশের পাশে জাপান আছে, থাকবে: জাইকা প্রধান

নীলফামারী: বাংলাদেশে নিযুক্ত জাইকা প্রধান মি. তোমোহিদি ইচিগুচি বলেছেন, জাইকা ও জাপান সরকার বাংলাদেশের পাশে আছে এবং সব সময় থাকবে। জাইকার সহযোগিতায় মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল, কাঁচপুরসহ ১৩০টি বড় বড় সেতু নির্মাণ করেছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাবুর দোলা ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন (দ্বিতীয় ধাপ) প্রকল্পের উপপ্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

জাইকা প্রধান বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে আশপাশে ৪০৭ হেক্টর কৃষি জমির সেচ পাবে। একই সঙ্গে এলাকার মাছ চাষে বাড়তি সুযোগ সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী এলজিইডি নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, প্রকল্প পরিচালক আবু সাঈদ মো. শাহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।