ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা দায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা দায়ের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার (০৭ জানুয়ারি) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মেহেদী হাসান জয় নামে এক যুবককে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

গত ০২ জানুয়ারি রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী জানান, গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার হেলাল মিয়ার ছেলে মেহেদী হাসান জয়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই শিক্ষার্থীর। এর সুবাদে গত ০২ জানুয়ারি রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে নিজের বাসায় নিয়ে যান জয়। পরে জয়ের বাবা হেলাল মিয়া ও মা জুসনি বেগমের যোগসাজশে জয় তাকে নিজের রুমে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে শুক্রবার (৬ জানুয়ারি) সকালে জয় তাকে তার মা-বাবা ও মামা কাদির মিয়ার সহযোগিতায় বিয়ে না করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।  

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।