ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ইটভাটার মালিককে ৫ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও: পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইটভাটায় ইট তৈরি করার দায়ে একটি ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করে ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন।  

শনিবার (৭ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কেএসবি ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

পঞ্চগড় জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, এ ইটভাটাতে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করা হয়। তাদের আমাদের কোনো অনুমোদন নেই। ভাটার পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যা নিয়ম বহিভূর্ত। পরিবেশের জন্য মারাত্মক ভাবে ক্ষতিকর এ ইট ভাটাটি।

ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, প্রতিদিনের মত আজকেও ইটভাটা গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ ইটভাটাটি অবৈধ ভাবে ইট তৈরি করে আসছিল। সে কারণে ৫ লাখ টাকা জরিমানা করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ