ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সেনা প্রধানের পক্ষ থেকে খুলনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
সেনা প্রধানের পক্ষ থেকে খুলনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খুলনা: বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে খুলনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) মহানগরীর মুজগুন্নি এলাকায় শেখ আবু নাসের স্টেডিয়ামে চার হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সেনা প্রধানের পক্ষে  এ শীতবস্ত্র বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

শনিবার সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যশোর অঞ্চলের সেনাসদস্যরা। ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংরাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।