ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী লায়ন্স ফ্যামিলির অভিষেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
ফেনী লায়ন্স ফ্যামিলির অভিষেক

ফেনী: ফেনী লায়ন্স ফ্যামিলির উদ্যোগে লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী, ফেনী অর্কিড, ফেনী সেন্ট্রাল, ফেনী সিটির যৌথ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কম সুবিধাপ্রাপ্ত মানুষের মধ্যে ১০টি সেলাই মেশিন, ২শ টি কম্বল ও ২০টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার দিনগত রাতে (৬ জানুয়ারি) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-২ এর জেলা গভর্নর লায়ন আনোয়ারুল বাসেত এমজেএফ।

দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন পলাশ চন্দ্র সূত্রধর। ২য় পর্বে সভাপতিত্ব করেন ফেনী সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী।

লায়ন মোর্শেদ হোসেন ও লায়ন সৈয়দ আশরাফুল আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনালের গ্রেট এরিয়া লিডার পিডিজি নাজমুল হক।  

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিডিজি আহাম্মদ উজ জামান, সফি উল আলম শামীম, পিডিজি কাজী সাইফুল ইসলাম, পিডিজি সামছুল হক, পিডিজি আশফাকুর রহমান, কেবিনেট সেক্রেটারি শেখ কামাল, কেবিনেট ট্রেজারার লতিফ সিদ্দিকী, আরসি হেড কোয়ার্টার শাহাদাত হোসেন, আরসি আনোয়ার হোসেন ভূঁইয়া, লায়ন রুহুল আমিন ভুঁইয়া।

এছাড়াও বক্তব্য রাখেন প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র কনর্সান রিজিয়নপার্সন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, আরসি এম মহি উদ্দিন মাহী, আর সি মহীনুর জাহান লাবনী, লায়ন অ্যাডভোকেট নূরুল আমিন খান, লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম মজুমদার সোহাগ, লায়ন ইশরাত জানান আক্তার তন্নী লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, লায়ন দ্বীন মোহাম্মদ, লায়ন মোমিনুল হক, লায়ন ওমর ফারুক মজুমদার, লায়ন প্রফেসর শাহা নেওয়াজ ভূঁইয়া রাজু।

অনুষ্ঠানে র‍্যাফেল ড্র পরিচালনা করেন লায়ন মোর্শেদ আলম মাসুদ ও সৈয়দ রইসুল ইসলাম রিমন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নিবেদিতা পাল চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩ 
এসএইচডি/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।