ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য যারা

ঢাকা: জাতীয় সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন রমেশ চন্দ্র সেন, এ কে এম শাজাহান কামাল, ইউসুফ আব্দুল্লাহ হারুন, কাজী ফিরোজ রশিদ ও সালমা চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের শীতকালীন অর্থাৎ এ বছর প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন।

 

এই অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছেন।

সংসদের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুসারে সভাপতিমণ্ডলীর সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।