ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোবাইল ফোনে কথা বলতে বলতে লিফটের গর্তে কলেজছাত্র, অতঃপর.. 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
মোবাইল ফোনে কথা বলতে বলতে লিফটের গর্তে কলেজছাত্র, অতঃপর.. 

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় একটি শপিং কমপ্লেক্সের ৪তলায় হাঁটছিলেন আর মোবাইল ফোনে কথা বলছিলেন এক কলেজছাত্র (২২)। এমন অসচেতন থাকা অবস্থায় অরক্ষিত এক লিফটের গর্তে পড়ে গুরুতর আহত হন তিনি।

 

বুধবার (৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজছাত্র মারা যাযস।  

যুবকের পরিচয় - ময়মনসিংহের ভালুকা উপজেলার বড়কাশর এলাকার মো. শাহাদাত হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)। তিনি শ্রীপুরের একটি কলেজের শিক্ষার্থী। পাশাপাশি একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ওই ভবনের ৪তলায় উঠে মোবাইল ফোনে কথা বলছিলেন রাকিব হোসেন আর আনমনে হাঁটছিলেন। এক পর্যায়ে শপিং কমপ্লেক্সের অরক্ষিত থাকা লিফট বসানোর গর্তে পড়ে তিনি গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১২২০, জানুয়ারি ৫, ২০২৩।  
আরএস/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।