ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে শিশুপুত্রকে আছড়ে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
গোপালগঞ্জে শিশুপুত্রকে আছড়ে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পাঁচ বছরের ছেলেকে আছড়ে হত্যার অভিযোগে তার বাবা সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।  

নিহত শিশুটির নাম জুনায়েদ।

তার মা কামরুন্নাহার বেগমের অভিযোগে পুলিশ সাইফুলকে গ্রেফতার করে।
 
বুধবার (৪ জানুয়ারি) সকালে কামরুন্নাহার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

মামলায় সাইফুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে।
 
জানা গেছে, রিকশাচালক সাইফুল স্ত্রী-সন্তান নিয়ে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর গ্রামের কলাবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রী কামরুন্নাহার শহরের বিভিন্ন বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করতেন।  

কামরুন্নাহারের অভিযোগ, গত রোববার ১ জানুয়ারি দুপুরে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তার। এসময় সাইফুল ক্ষিপ্ত হয়ে তাকে ও তাদের ছেলেকে মারধর করেন। এর একপর্যায়ে ছেলেকে ধরে আছাড় দেন সাইফুল। এতে শিশুটি গুরুতর আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় জুনায়েদ মারা যায়। ছেলের মৃত্যুর পর কামরুন্নাহার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে অভিযোগ করলে পুলিশ সাইফুলকে আটক করে এবং পরে গোপালগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।