ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ডিসি

নীলফামারী: নীলফামারীতে মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।  

মঙ্গলবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নীলফামারীর পুরাতন স্টেশনসহ শহরে বিভিন্ন স্থানে রাস্তার পাশে বসবাসরত গরিবদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ বিতরণী কার্যক্রম চালানো হয়।  

 এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, প্রচণ্ড শীত, ঘরের বাইরে ও রাস্তায় ঠান্ডায় কাতরাচ্ছেন অসহায় অনেক মানুষ। তাই রাতে রাস্তায় বের হলে প্রকৃত শীর্তাত মানুষ পাওয়া যায়। তাই আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতায় কম্বলগুলো রাতে বের হয়ে প্রকৃত দরিদ্র শীর্তাতদের মধ্যে বিতরণ করি।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।