ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রসিক মেয়রের সঙ্গে নেপাল দূতাবাস সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, জানুয়ারি ৩, ২০২৩
রসিক মেয়রের সঙ্গে নেপাল দূতাবাস সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

রংপুর: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) দ্বিতীয় বারের মতো নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর কলেজ রোডস্থ বাস ভবনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের জন্য আসেন তিনি।

এ সময় রংপুরের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা ও বর্তমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়।

এ সময় রংপুর সিটি করপোরেশন সচিব মোছা. উম্মে ফাতেমা ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম উল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।