ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের ডিআইজি প্রিজন্স রাজশাহীতে বদলি, নতুন দায়িত্বে সগির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
সিলেটের ডিআইজি প্রিজন্স রাজশাহীতে বদলি, নতুন দায়িত্বে সগির

সিলেট: সিলেটের কারা উপ মহা পরিদর্শকসহ (ডিআইজি প্রিজন্স) পাঁচ জনকে বদলি করা হয়েছে। সিলেটের ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়েছে।

আর খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. সগির মিয়াকে সিলেটে বদলি করা হয়েছে।

কারা অধিদফতরের প্রস্তাবে পাঁচ কারা-উপমহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন্স) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার ( ৩ জানুয়ারি)  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে- বরিশাল বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স অসীম কান্ত পালকে খুলনা বিভাগে, খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. সগির মিয়াকে সিলেট বিভাগে, ময়মনসিংহের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে বরিশাল বিভাগে এবং সিলেট কারা ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।