ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ছুরিকাঘাতে মাদক বিক্রেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
কুমিল্লায় ছুরিকাঘাতে মাদক বিক্রেতা খুন

কুমিল্লা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা নগরের মোগলটুলীতে মাহবুব হোসেন মান্না (২৩) নামে এক  মাদক বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  

সোমবার (২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় নগরের সুজা বাদশা মসজিদের কাছে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন তিনি।

এ অবস্থায় কুমিল্লা মেডিকেল থেকে ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে মারা যান তিনি।  
নিহত মান্না নগরের গাংচর চৌধুরীপাড়ার বাসিন্দা।  

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত সাড়ে ১২টার দিকে নগরের সুজা বাদশা মসজিদের কাছে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় অপর গ্রুপের সদস্যরা মান্নাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে মারা যান তিনি।

নিহত মান্না একজন মাদক বিক্রেতা। তার নামে একটি ডাকাতি ও মাদক আইনে তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।