ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শীতের দাপটে নাকাল নওগাঁর জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
শীতের দাপটে নাকাল নওগাঁর জনজীবন

নওগাঁ: নওগাঁয় হিমেল বাতাস আর কুয়াশায় নাকাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে অনেক বেশি।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস।

নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বাংলানিউজকে জানান, রাত থেকেই ঠাণ্ডা হাওয়া বইছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলতে পারে।

বর্তমান এমন কনকনে শীতে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রচণ্ড ঠাণ্ডায় সকালে বোরো ধানের জমি তৈরি করতে মাঠে নামতে পারছেন না তারা। আর এ পরিস্থিতিতে কাজ করানোর জন্য কৃষি শ্রমিকও পাওয়া যাচ্ছে না।

এছাড়া ঠাণ্ডা বাতাস থাকায় বিপাকে পড়েছে রিকশা-ভ্যান চালকরাও।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ