ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে বুলবুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মামাতো ভাই মোসলেম জানান, তাদের বাড়ি নীলফামারী জেলায়। চাকরির জন্য তারা দুজন কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন। তেমন কোনো ভালো চাকরি না মেলায় আবার বাড়ি চলে যাওয়ার জন্য সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশনে যান। একটি ট্রেনে চড়ার সময় সেখান থেকে পড়ে যায় বুলবুল। এতে ট্রেনের নিচে তার ডান পা কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।