ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
পঞ্চগড়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাজার তদারকি অভিযানে পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (০২ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

তিনি বাংলানিউজকে বলেন, ভোক্তার চাহিদা নিশ্চিত করনে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলার বোদা বাজারের নাফিস ফার্মেসীকে মেয়াদউত্তীর্ন ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে ২ হাজার টাকা ও মীম স্টোরকে মূল্য তালিকা হালনাগাদ না করা, মেয়াদউত্তীর্ন পন্য রাখা ও নকল আকিজ বিড়ি রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।