ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নওগাঁয় ট্রাকের ধাক্কায় এএসআই নিহত

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এ এস আই রুহুল আমিন নিহত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন পত্নীতলা থানায় কর্মরত ছিলেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, শনিবার রাতে ডিউটি শেষে উপজেলার মধুইল বাজার থেকে মোটরসাইকেল যোগে থানার দিকে আসছিলেন রুহুল। পথে নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় রুহুল আমিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর নওগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।