ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ছিন্নমূল শীতার্তদের কম্বল পৌঁছে দিলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
শরীয়তপুরে ছিন্নমূল শীতার্তদের কম্বল পৌঁছে দিলেন ইউএনও

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি প্রকাশ চন্দ্র রাতের বেলায় ছিন্নমূল অসহায় শীতার্তদের কম্বল পৌঁছে দিয়েছেন।  

প্রতি রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে অসহায় ছিন্নমূলদের কম্বল পৌঁছে দেওয়া হয়।

 

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ৩০ জনকে এ কম্বল পৌঁছে দেন তিনি।

এ ব্যাপারে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি প্রকাশ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নির্দেশে বাস্তুহারা অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে চলছি। প্রতিদিনের মতো শনিবার রাতেও শহরের রাস্তায় রাস্তায় ঘুরে দেখতে পাই শীতে মানুষ অনেক কষ্ট করছে। আমরা ঘুরে ঘুরে রাস্তায় থাকা ৩০ জনকে কম্বল পৌঁছে দিয়েছি। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে তাদের। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।