ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘পুরোনো টাকা চেনে না মেট্রোরেলের ভেন্ডিং মেশিন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
‘পুরোনো টাকা চেনে না মেট্রোরেলের ভেন্ডিং মেশিন’ মেট্রোরেলের টিকিট বিক্রয় মেশিন। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: পুরোনো টাকা মেট্রোরেলের ভেন্ডিং মেশিন ভালোভাবে শনাক্ত করতে পারছে না। তাই কিছুটা সমস্যা হচ্ছে।

আশা করছি দ্রুতই ঠিক হয়ে যাবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন কাউন্টারের দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

এদিন সকাল থেকেই আগারগাঁও স্টেশনের দুই প্রান্তে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে এক প্রান্তে মেট্রোরেলের ৩টি ভেন্ডিং মেশিন থাকলেও সকাল থেকে দুটি মেশিন বিকল হয়ে যায়। দুই ঘণ্টা পর একটি চালু হলেও আরেকটি এখনও বিকল রয়েছে।

কাউন্টারের দক্ষিণ পাশের একটি মেশিন থেকে যাত্রী টিকিট হাতে পেলেও টাকা কাটেনি। যাত্রী টিকেট কাটতে মেশিনে ১০০ টাকা দেন। পরে আরও ২০ টাকা দেন। এতে দুটি টিকিটসহ ৬০ টাকা ফেরত পান ওই যাত্রী। এরপর থেকেই বিকল হয়ে পড়ে মেশিনটি।

দুটি মেশিন ভালো চললেও সকাল ৯টার দিকে আরও একটি মেশিন বিকল হয়ে পড়ে। তিনটি মেশিনের একটি মেশিন সচল থাকে।

এদিকে প্রায় দেড় ঘণ্টা পর বিকল হওয়া দুটির মধ্যে একটি মেশিন সচল করে কর্তৃপক্ষ।

তবে ভ্রমণ করতে আসা যাত্রীরা বলেন, লাইনে এসে দাঁড়িয়ে দেখি দুটি মেশিন নষ্ট। সবগুলো মেশিন সচল থাকলে টিকিট কাটতে সুবিধা হতো।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে মেট্রোরেল। সকাল ৮টায় যাত্রা শুরু করার মাধ্যমে অভিষেক ঘটে নতুন এ গণপরিবহনটির।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।