ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আইভীর সঙ্গে সাক্ষাৎ করলেন লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আইভীর সঙ্গে সাক্ষাৎ করলেন লিটন

রাজশাহী: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিদর্শনে যান রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।

নগর ভবনে পৌঁছালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান নারায়ণগঞ্জ সিটি মেয়র। দুই সিটির উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে মতবিমিয়ন করেন তাঁরা।

এরপর রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নগর ভবন, শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল খাল ও চারুকলা ইনস্টিটিউট ঘুরে দেখান নারায়ণগঞ্জ সিটি করপরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সময়: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।