ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শোকগাথা

বিশিষ্ট সংবাদ পাঠক তাজুল ইসলাম আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বিশিষ্ট সংবাদ পাঠক তাজুল ইসলাম আর নেই এম তাজুল ইসলাম

ঢাকা: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংবাদ পাঠক এম তাজুল ইসলাম সোমবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানীর গ্রিনরোডের নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।

তার নামাজে জানাযা মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাদ জোহর গ্রিনরোডের ডরমেটরি মসজিদে অনুষ্ঠিত হবে। তারপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৩২ সালে জন্মগ্রহণকারী তাজুল ইসলাম ১৯৬৫ সালে পাকিস্তান ও বেতারে সংবাদ পাঠ শুরু করেন। স্বাধীনতার পর তিনি ঢাকা ওয়াপদা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পরিচালক জনসংযোগ, পররাষ্ট্র মন্ত্রণালয় বহি:প্রচার শাখার পরিচালক, রাষ্ট্রপতির প্রেস সচিব, ওয়াশিংটন ও ব্রাসেলসে বাংলাদেশ মিশনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেন। দেশে ফেরার পর তিনি এনজিও ফেডারেশন পরিচালকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।