ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

রাতে প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের শপথ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ১০, ২০১৮
রাতে প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের শপথ  গাড়িতে ড. মাহাথির মোহাম্মদ। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েমিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার (১০ মে) রাতেই শপথ নিতে যাচ্ছেন ৯২বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদ। 

ওইদিন স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মালয়েশিয়ার রাজপ্রাসাদ ‘ইস্তানা নেগারা’য় তার শপথ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ করাবেন রাজা ইং দি-পেরাতুয়ান অং সুলতান মুহাম্মদ।

 

আরও পড়ুন>>
** 
মাহাথিরের হাত ধরে বাংলাদেশে বেসরকারি খাতে উন্নয়নের গল্প

বুধবার (০৯ মে) মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল (বিএন)-কে বিপুল ব্যবধানে পরাজিত করেন। এক সময় এই জোটের হয়ে তিনি ২২ বছর কঠোর হাতে দেশটি শাসন করেন।  

দেশটির নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে ৯২ বছর বয়সী মাহাথিরের জোট দেশটির পার্লামেন্টে ২২২টি আসনের মধ্যে পেয়েছে ১১৫টি আসন। যেখানে সরকার গঠন করতে ১১২টি আসনের প্রয়োজন। বিপরীতে বিএন জোট পেয়েছে ৭৯টির মতো আসন।

ক্ষমতায় থাকালে দেশটিতে অর্থনৈতিক উন্নয়নের জোয়ার সৃষ্টি করেন, যা দিয়ে মালয়েশীয়দের মনে জায়গা করে নেন তিনি। তাই হয়তো আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাকেই চাইছেন মালয়রা।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, মে ১০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ