ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের পুনর্নিবন্ধন সোমবার শুরু

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের পুনর্নিবন্ধন সোমবার শুরু

কুয়ালালামপুর থেকে: মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের পুনর্নিবন্ধন শুরু হচ্ছে সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে। অবৈধ শ্রমিকদের বৈধতা পাওয়ার একটি সুযোগ ও এদেশে শ্রমিকদের চাহিদা মেটানোর কথা মাথায় রেখেই এ ব্যবস্থা নিয়েছে সরকার।



রোববার (১৪ ফেব্রুয়ারি) একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব ধরনের সঠিক কাগজপত্র নথিবদ্ধ করেই এবারের কাজ শুরু হবে। যারা এ প্রোগ্রামের মধ্যে থাকবেন তাদের জন্য বিশেষ কিছু শর্ত বেঁধে দেওয়া হবে। এক্ষেত্রে যারা অযোগ্য বিবেচিত হবেন, তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে।

এছাড়া এর মাধ্যমে দেশে অবস্থানরত সব অবৈধ কর্মীদের একটি আদমশুমারি করা হবে, যা পরবর্তীতে দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাহায্য করবে।

প্রাথমিক পর্যায়ে প্রথম তিন মাস এ কর্মসূচি চলবে এবং এর ফলাফলের উপর ভিত্তি করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।  

কোনোপ্রকার হয়রানি ও জালিয়াতি যেনো না হয়, সেদিকে খেয়াল রাখবে সরকার প্রশাসন।

তবে শ্রমিকদের নিয়োগকর্তা থাকতে হবে ও তারা আগে কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিলেন, এমনটি থাকা যাবে না। পরবর্তীতে অনিবন্ধিত নিয়োগকর্তাদের খুঁজে পাওয়া গেলে তাদের শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে।
 
কোনো তাড়াহুড়ো না করে সঠিকভাবে প্রক্রিয়াকরণের জন্য আবেদন জানানো হয়েছে সবাইকে।  

পুনর্নিবন্ধনের বিস্তারিত পাওয়া যাবে https://www.myeg.com.my/plks.html ওয়েবসাইটে।

এছাড়া এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত 03 - 8880 1555 নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ