ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া ফেনী সমিতির ইফতার

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
মালয়েশিয়া ফেনী সমিতির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: প্রবাসে বাংলাদেশের সম্মান সমুন্নত রাখতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা।

স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই)  কুয়ালালামপুরের হোটেল সলিলে মালয়েশিয়ায় অবস্থানরত ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কমিউনিটি নেতা ও সাংবাদিকদের সম্মানে ফেনী সমিতি মালয়েশিয়া আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এ আহ্বান জানান।



বক্তারা বলেন, প্রবাসে আমরাই দেশের প্রতিনিধিত্ব করে থাকি। দেশের সম্মান অক্ষুন্ন রাখতে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। দেশের স্বার্থে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের ছোট্ট একটি জেলা শহর ফেনী। অথচ এর আয়োজন দেখে আমরা অভিভূত। এ সংগঠনের কাছে অন্যান্য কমিউনিটির নেতাদের অনেক কিছু শেখার আছে। ফেনী সমিতির এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা ফেনী সমিতি মালয়েশিয়ার সাফল্য কামনা করি।

ফেনী সমিতি মালয়েশিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আবদুল হামিদ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মো. সাইফুল ইসলাম।

সংগঠনের আহ্বায়ক পিয়ার আহমেদ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির পক্ষে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল, ‘দাতো’ হাজী আলমগীর হোসেন, মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান, হারুন আল রশিদ, মাহবুব আলম শাহ, রাশেদ বাদল, কামাল চৌধুরী, মিনহাজ উদ্দিন মিরান, হুমায়ুন কবির ও শেখ জহির প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী সমিতি মালয়েশিয়া সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর, আবুল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জসুয়া স্বপন রঞ্জন, দপ্তর সম্পাদক সালেহ আহমেদ সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন রুবেল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক শাহনুর আজিম, সহ-সম্পাদিকা শিল্পী আক্তার, সদস্য রফিকুল আলম, কামাল উদ্দিন, মামুন, মোবা হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ