ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া যুবলীগের ইফতার ও আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
মালয়েশিয়া যুবলীগের ইফতার ও আলোচনা সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: পবিত্র রমজানে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে যুবলীগ মালয়েশিয়া শাখা।

গত রোববার (১২ জুলাই) কুয়ালালামপুরের সান্দার ইন হোটেলের বলরুমে এ ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



মালয়েশিয়া যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মনসুর আল বাসার সোহেলের সভাপতিত্বে এবং শাহাদাত সাব্বিরের পরিচালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তৃতা করেন সংগঠনের মালয়েশিয়া শাখার নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, শাহজাহান, সাংবাদিক ও সংগঠক গৌতম রায়, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোস্তফা তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, হাফিজুর রহমান ডাবলু, হুমায়ন কবির, শাখাওয়াত হোসেন জোসেফ, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, প্রদীপ কুমার বিশ্বাস ও শওকত আলী তিনু।

যুবলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মালয়েশিয়া শাখার আহ্বায়ক কমিটির সদস্য মজুমদার বিজন, আনিসুর রহমান রুবেল, সাইফুল ইসলাম  চৌধুরী  সৈকত, আল আমিন ডলার, হাকিম ভূইয়া, ব্রাউন সোহেল, নিরব হোসেন নিরব, শেখ জহির, তানভীর আহমেদ কায়েস, জহির উদ্দিন বাদশা, আজিজুল হক আমান, ফারুক হোসেন, মশিউর রহমান জুয়েল, শাহাদাত হোসেন রুবেল ও আশফাকুল ইসলাম সোহেল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন সরকার বাবু, শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল বিন-রানা, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বাধীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম সর্দার।

বক্তারা বলেন, আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের প্রাণের সংগঠন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ সুফল ভোগ করছেন। নিজেদের প্রাপ্য অধিকার পাচ্ছেন। দিন দিন আমাদের বাংলাদেশ উন্নত হচ্ছে। সর্বক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

তারা বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশে-বিদেশে হাজারো ষড়যন্ত্র করেও দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত করতে পারেনি, ভবিষ্যতেও তাদের কথা আর বাংলার জনগণ বিশ্বাস করবে না। কারণ তারা জনগণের দল নয়।

বক্তারা এসময় সংগঠনে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক করে বলেন, বিএনপির সহযোগিতায় যারা মালয়েশিয়ায় এসেছে, তারা কীভাবে মালয়েশিয়া যুবলীগের নেতৃত্বে আসে? এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইফতার ও আলোচনা সভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ