ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গরমে ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
গরমে ত্বকের যত্ন

শীত শেষ হয়েছে। গরমের আঁচে বিরক্ত সবাই।

বাসা-বাড়ি থেকে অফিস বা ব্যক্তিগত কাজের জন্য বাইরে বের হলে সূর্যের তাপে শরীর পুড়ে যাচ্ছে। ত্বকে জ্বালা-পোড়াভাব আর একদমই সহ্য হচ্ছে না। ভয়ের কিছু নেই। শীতের মতো গরমেও ত্বকের যত্ন নিলে ত্বকের কোনো ক্ষতি হয় না। বরং ত্বক ভালো থাকে। তবে গরমে ত্বকের যত্ন একটু ভিন্ন। জেনে নিন গরমে ত্বকের যত্ন কিভাবে নিবেন।

কসমেটিকস

- গ্রীষ্মকালে ত্বকে আর্দ্রতার ভারসাম্য রক্ষার জন্য হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

- এ সময়ের জন্য সবচেয়ে ভালো অয়েল ব্যালান্সিং কসমেটিক।

- হালকা করে লিপবাম ঠোঁটে ব্যবহার করুন ।

বাইরে যাওয়ার আগে

- সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি সূর্যের আলো পড়ে। তাই এ সময় খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো।

- বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখুন সানগ্লাস ও ছাতা।

- প্রখর সূর্যালোক ত্বকের জন্য ক্ষতিকর। বাইরে গেলে হালকা ফুলহাতা জামা পরে নিন।

- শরীরের খোলা অংশের ত্বকে অবশ্যই সানব্লক বা সানস্ক্রিন ক্রিম কিংবা লোশন লাগান। এ সময় এসপিএফ ১৫ বা তার বেশি ক্ষমতাযুক্ত সানব্লক দরকার হয়।

- সব সময় হালকা সুতির ঢিলেঢালা পোশাক পরুন, যাতে বাতাস চলাচল করতে পারে। কালো পোশাক না পরে সাদা বা হালকা রঙের পোশাক পরা ভালো।

- ঘামের দুর্গন্ধ দূর করতে পারফিউম বা ডিওডোরেন্ট এ সময় ব্যবহার করুন। কিন্তু সরাসরি ত্বকে স্প্রে করবেন না।

- পায়ে ঘাম ও দুর্গন্ধ হলে খোলা স্যান্ডেল পরাই ভালো। কোনো কারণে মোজা পরলে সেটা প্রতিদিন পাল্টে নিন।

বাইরে থেকে এসে

- বাইরে থেকে বাসায় ফিরে পানির ঝাপটা দিয়ে বারবার মুখ ধুয়ে নিন।

- এরপর ত্বকে টোনার ব্যবহার করুন। এতে ত্বক উজ্জ-ল হবে।

- ত্বক পরিষ্কার করার সময় স্ক্র্যাবার ব্যবহার করুন। এতে ত্বকের মৃতকোষ ঝরে পড়ে।

খাবারদাবার

- ত্বক ভালো রাখতে প্রচুর পানি পান করুন।

- পানিযুক্ত ফলমূল ও সবজিজাতীয় খাবার বেশি করে খান।

- অতিরিক্ত তেল ও মসলাজাতীয় খাবার এ সময় এড়িয়ে চলুন।

যখন চিকিৎসা

- রোদে পুড়ে ত্বক ট্যান বা বাদামি হলে।

- মুখে র‌্যাশ উঠলে।

- অতিরিক্ত গরমে ত্বকে জ-ালাপড়া শুরু হলে।

- ত্বক অনেক বেশি তৈলাক্ত হয়ে গেলে।

- প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ, সানব্লক, ক্রিম ব্যবহার করুন।

- ত্বকের আধুনিক চিকিৎসা হলো মাইক্রোডার্মাব্রেশন, হাইড্রা ফেসিয়াল ইত্যাদি।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।