ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কম খরচে ভ্রমণ করবেন যেভাবে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
কম খরচে ভ্রমণ করবেন যেভাবে! ছবি: সংগৃহীত

অফিসের কাজ করতে করতে বা একটানা কোথাও থাকতে থাকতে আমাদের জীবন হাঁপিয়ে ওঠে। সব কিছুই বিরক্ত লাগে তখন।

এ বিরক্তি থেকে বেরিয়ে আসতে আমরা অনেক সময় দূরে কোথাও ঘুরতে যাই। এতে আমাদের মন ভালো হয়ে যায়।

সমস্যা হচ্ছে ঘুরতে গিয়ে যদি পকেটে টাকা না থাকে বা ভ্রমণে যদি অতিরিক্ত টাকা লাগে তবে আনন্দটাই মাটি হয়ে যায়।

আসুন জেনে নেই খরচ বাঁচিয়ে ভ্রমণের উপায়:

অনেকে মিলে একসঙ্গে ঘুরতে গেলে খরচ কম হয়। এতে হোটেল থেকে যাতায়াত, খাবার থেকে শুরু করে কেনাকাটা সবকিছুতেই একটা ভালো অঙ্কের খরচ বেঁচে যায়, যা একা ঘুরতে গেলে বাঁচে না।

একা বের হলে অতিরিক্ত লাগেজ নিয়ে বেড়াতে বের হবেন না। লাগেজ বেশি থাকলে আপনার খরচও বেশি হতে পারে।

দেশে বা বিদেশে বেড়ানোর আগে দেখেশুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নিন।

অনেকেই বিভিন্ন কারণ শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করেন। এতে অতিরিক্ত খরচ হয়। তাই আগে থেকেই সব প্ল্যান করে রাখুন।

উইকঅ্যান্ড ফ্লাইটের টিকিট না কেটে সপ্তাহের মাঝামাঝি কোনোদিন বেরিয়ে পড়ুন। কারণ উইকঅ্যান্ডে সাধারণত হোটেল বা ফ্লাইটের দাম বেশিই থাকে।

কোথাও কোনো অফার চলছে কিনা, সে বিষয়ে জেনে নিন। এতে আপনার খরচ বাঁচতে পারে।

যেখানেই ঘুরতে যান না কেন, যদি দেখেন সেখানে ক্যাম্পিংয়ের উপযুক্ত যায়গা আছে তাহলে এক-দুইদিন ক্যাম্পিং করতে পারেন। এতে খরচ অনেকটা বেঁচে যাবে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।